parbattanews

গুইমারায় ভাষা শহিদদের প্রতি আওয়ামী লীগ ও প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

গুইমারা প্রতিনিধি:

আমি  মাতৃভাষা বাংলায় মাকে ‘মা’ বলে ডাকতে পারি। ২১ ফেব্রুয়ারি আমি কি তোমায় ভুলিতে পারি। গুইমারা উপজেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে ও  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা নেতৃত্বে বিপুল পরিমাণ  আওয়ামী লীগের  নেতা-কর্মী শহিদ বেদিতে পুষ্প মাল্য অর্পণের মধ্য দিয়ে দিয়ে ভাষা সৈনিকদের শ্রদ্ধা নিবেদন করেছেন।

উপজেলা প্রশাসনের পর গুইমারা থানা, উপজেলা আওয়ামী লীগসহ সবাই এক এক করে পুষ্প মাল্য অর্পণ করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মার্মা,  গুইমারা থানা অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটু , মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, গুইমারা মাদ্রাসা সুপার জয়নাল আবদীন, মুক্তিযোদ্ধা কমাণ্ডার ম্রাসথাই মগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্চাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, কৃষক লীগের নেতা কর্মীরা।

রাত ১২টা এক মিনিটে শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহিদের স্মরণে  একমিনিট নিরবতা পালন করে।এরপরে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি সংগীতটি গেয়ে দলীয় কার্যালয়ে চলে যান সবাই।

এরপর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়ার  নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীদের অংশগ্রহণে নগ্ন পায়ে ‘প্রভাতফেরী’ করা হয়।

প্রভাতফেরীটি শহিদ মিনার থেকে শুরু করে রিজিয়ন পর্যন্ত প্রদক্ষিণ করে আবার শহিদ মিনার প্রাঙ্গণে এসে বইমেলার উদ্বোধনের মাধ্যমে শেষ হয়।

Exit mobile version