গুইমারায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

fec-image

স্বাস্থ্যবিধি মেনে, সারাদেশের ‍ন্যায় খাগড়াছড়ির গুইমারা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে দিবসটি উপলক্ষে গুইমারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।  গুইমারা উপজেলা প্রশাসন, গুইমারা থানা, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও গুইমারা উপজেলা আ.লীগ সহ বীর মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষথেকে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করেন সবাই।

এসময়, উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও গুইমারা উপজেলা আ.লীগরে সাধারণ সম্পাদক মেমং মারমা, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, উপজেলা নির্বাহী অফিসার তুষার আহম্মেদ, ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, গুইমারা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তারা এতে ফুলেল শ্রদ্ধা জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন