parbattanews

গুইমারায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

নানা আয়োজনে গুইমারায় মহান বিজয় দিবস পালিত

“আমি বাঙ্গালী, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা” এ শ্লোগানে ও নানা আয়োজনে জেলার গুইমারায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।

সোমবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১বার তোপধ্বনি শেষে শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মককর্তা তুষার আহমেদ।

পরে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অস্থায়ী স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার, ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনীর আয়োজন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ বলেন, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীনতা পেয়েছি জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের ভুলে গেলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। পরে উপজেলার সম্মেলন কক্ষে আলোচনা সভায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, গুইমারা থানার অফিসার ইনর্চাজ (ওসি) বিদ্যুুৎ বড়ুয়া ,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মার্মা, মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাগ্য মারমা, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

Exit mobile version