parbattanews

গুইমারায় শিশু হত্যার দায়ে আটক-৪

Exif_JPEG_420

খাগড়াছড়ি প্রতিনিধি:

জেলার গুইমারা উপজেলায় বড় পিলাক এলাকায় দুই শিশুর মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে এক শিশুকে প্রতিপক্ষ অভিবাবকরা গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যার শিকার শিশুর নাম আবু ইউসুফ রানা (১০)। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ রমজান আলী (৫০), সাদেক আলী (৪৯), হজেরা বেগম (৩২) ও ফাতেমা বেগম (৪০) নামের চার জনকে আটক করেছে।

মঙ্গলবার পুলিশ পশ্চিমবড় পিলাক এলাকায় একটি জঙ্গলার্কিন পাহাড় থেকে লতা পাতায় ঢেকে রাখা শিশু রানা‘র লাশ উদ্ধার করে। জানা গেছে, সোমবার একই গ্রামের হাজেরা বেগমের ছেলে হৃদয় (১০)’র সাথে সোমবার বিকেলে রানার ঝগড়া হয়। এতে হৃদয়ের হাত ভেঙ্গে যায়। পরে রানাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজা খোজির এক পর্যায়ে  লতা পাতা দিয়ে ঢেকে রাখা তার লাশ পাওয়া যায়।

নিহত শিশুর বাবা সাজদার রহমান গুইমারা থানায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। গুইমারা থানার ওসি জানান, দুই শিশুর ঝগড়ার ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

Exit mobile version