parbattanews

গুইমারায় সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান

খাগড়াছড়ি প্রতিনিধি:

গুইমারায় ১২টি ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায়ের মধ্যে বৃহত্তর জনগোষ্ঠি মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘সাংগ্রাই’ উৎসবে খেলাধূলা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার আমতলী পাড়ায় স্থানীয় ইউপি সদস্য সুইমং মারমার সভাপতিত্বে এবং মেমং মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরীসহ মহিলা ইউপি সদস্য হ্লামাপ্র মারমা, মুক্তিযোদ্ধা ও গণমান্য ব্যক্তির্বগ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি উপস্থিত সকলকে নিয়ে আতশবাজি প্রজ্জলনের মাধ্যমে সাংস্কৃকি অনুষ্ঠানের উদ্ভোধন করেন।

অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নিজেদের ঐতিহ্য রাজা, রাজকন্যার আর্শিবাদ, মোমবাতি নিত্য, পাখা নিত্য, পরি নিত্য, শিকারী নিত্যসহ বিভিন্ন নিত্য, নিজেদের ভাষায় গান ও নাটক পরিবেশনের মাধ্যমে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যকে তুলে ধরেন।

Exit mobile version