parbattanews

গুইমারায় ‘সাংগ্রাই’ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

গুইমারা প্রতিনিধি:

খাগড়াছড়িতে ১২টি ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠি সম্প্রদায়ের মধ্যে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘সাংগ্রাই’ উৎসব শুরু হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) বিকালে গুইমারা রামছুবাজার এলাকা থেকে  খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

এসময় শোভাযাত্রাটি গুইমারার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার রামছু বাজারে গিয়ে শেষ হয়।

মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকে হাজারো মানুষের অংশগ্রহণে শোভাযাত্রায় তরুণ-তরুণীরা উৎসবকে মুখরিত করে তোলে।

শোভাযাত্রায় গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, ১৪ ফিল্ড রেজিমেন্ট র্আটিলারী সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, রিজিয়ন জিটু আই মেজর মো. মঈনুল আলম, গুইমারা সাব-জোন অধিনায়ক ক্যাপ্টেন মুফতি মাহমুদ জয়, গুইমারা উপজেলা চেযারম্যান উশ্যেপ্রু মারমা, থানা অফিসার ইনর্চাজ বিদ্যুত বড়ুয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরাসহ বিভিন্ন শ্রেণী পেশার লোক অংশ গ্রহণ করে।

আগামীকাল রবিবার (১৪ এপ্রিল) সাংগ্রাইয়ের অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী জলকেলি বা পানি খেলা উৎসবে হাজারো মানুষের সমাগম ঘটবে।

Exit mobile version