parbattanews

গুইমারায় ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদযাপন

গুইমারা প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারায় ‘‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এই শ্লোগানকে সামনে রেখে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি  মেলা সপ্তাহ এবং ৩৯তম জাতীয় বিজ্ঞান অলিম্পাড ২০১৮ উদযাপন করা হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন গুইমারা এর উদ্যোগে র‌্যালি, বিজ্ঞান মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার( ২২ ফেব্রুয়ারি) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে র‌্যালিটি  গুইমারার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা মিলনায়তনে এসে আলোচনা সভা করা হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, গুইমারা কলেজের প্রভাষক অর্জুন নাথ, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার জয়নাল আবেদীনসহ স্কুল কলেজ থেকে আগত ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। র‌্যালি শেষে আগত অতিথিগণ উপস্থাপিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

এর পরে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া আলোচনা সভায় গুইমারা উপজেলার মিলনায়তনে উপস্থিত শিক্ষক-শিক্ষিকা, গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রীর মাঝে বিজ্ঞান ও প্রযুক্তি সমন্ধে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

Exit mobile version