parbattanews

গুইমারা উচ্চ বিদ্যালয়কে এমপিওভুক্তি করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‌্যালি

বিদ্যালয় প্রাঙ্গন হতে র‌্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি উচ্চ বিদ্যালয়কে এমপিওভুক্তিতে অর্ন্তভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি, খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীকে অভিনন্দন জানিয়ে এক আনন্দ র‌্যালি বের করেছে স্কুলের ছাত্র/ছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয়রা।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ম্যানেজিং কমিটির আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গন হতে র‌্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আইয়ুব আলী, হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল কাদের, স্কুলের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনসহ শিক্ষার্থী/শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা অংশগ্রহণ করেন। পরে নিজেদের মধ্যে মিষ্টি বিতরণর শেষে উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থী, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।

উল্লেখ্য, বিদ্যালয়টি ১৯৯৭ সালে স্থাপিত হয়ে ২০০০ সালে পাঠদান অনুমতি লাভ করে। ২০০৪ সালে নিম্ন  মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি পায়। ২০১১ সালে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি এবং ২০১৪ সালে মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি লাভ করে। সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে বিদ্যালয়টি এমপিও ভুক্ত হয়।

Exit mobile version