parbattanews

গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী ইউসুফ

Khagrachari Pic 01 (2) copy

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির  প্রার্থী চূড়ান্ত হয়েছে। রবিবার উপজেলা বিএনপির যৌথ সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ইউসুফকে চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে পূর্ণ কান্তি ত্রিপুরা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিসপ্রু মারমার মনোনয়ন চূড়ান্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, মনোনয়ন বোর্ডের প্রধান রামগড়  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম ফরহাদ। তিনি জানান, গুইমারা উপজেলা বিএনপির যৌথ সভায় এ মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৬জুন অনুষ্ঠিত প্রশাসনিক পূনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১০৯ তম সভায় নতুন উপজেলা হিসেবে গুইমারা অনুমোদন দেয়া হয়।

এখন গুইমারা খাগড়াছড়ি ৯ম উপজেলা। এতোদিন মাটিরাঙ্গা উপজেলার আওতায় গুইমারা ইউনিয়ন, রামগড় উপজেলার আওতায় হাফছড়ি ইউনিয়ন এবং মহালছড়ি উপজেলার আওতায় সিন্দুকছড়ি ইউনিয়ন। এখন এ তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত হয় গুইমারা উপজেলা। গুইমারা উপজেলার আয়তন ১শ ১৫ বর্গ কিলোমিটার। যেখানে ৪৪ হাজার ২শ ২ জন লোকের বসবাস।

প্রসঙ্গত,আগামী ৬মার্চ খাগড়াছড়ির নতুন গুইমারা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক ও গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার এ টি এম কাউছার হোসেন স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ। ১০ ফেব্রুয়ারি রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই। ১৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। নব-গঠিত এ উপজেলার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে দলীয় মনোনয়ন ও দলীয় প্রতীকের ভিত্তিতে। তাই তফশিল ঘোষণার পর থেকেই বড়ো রাজনৈতিক দলগুলোর পাশাপাশি পার্বত্যাঞ্চলে সক্রিয় আঞ্চলিক দলও মাঠে নেমেছে জোরেশোরে।

Exit mobile version