parbattanews

গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

guimara pic 3

গুইমারা প্রতিনিধি ॥

১ম বারের মত খাগড়াছড়ির নব গঠিত গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।

গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামরুজ্জামান, বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল আব্দুর নুর, খাগড়াছড়ি জেলা প্রশাসনের এডিসি জেনারেল এটিএম কাউসার হোসেন, এডিএম মো: আবুল আমিন, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ গোলাম ফজলে রাব্বি, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গির আলম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইউসুফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান উশেপ্রু মারমা, গুইমারা সাংবাদিক ফোরামের সভাপতি এম সাইফুর রহমান প্রমুখ। এছাড়াও বাজার ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন বিভাগের পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশজাতির কল্যান কামনা করে দেয়া ও মুনাজাত করা হয়।

Exit mobile version