parbattanews

গুইমারা রিজিয়ন কর্তৃক স্কুলের আসবাবপত্র বিতরণ

IMG_2109 (1) copy

লক্ষ্মীছড়ি প্রতিনিধি:

গুইমারা রিজিয়ন কর্তৃক লক্ষ্মীছড়ির একটি বিদ্যালয়ে আসবাব পত্র বিতরণ করা হয়েছে। গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামানের পক্ষে রোববার লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মুহম্মদ নুরুল আমিন বর্মাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান হরিমোহন চাকমার হাতে আসবাবপত্র হিসেবে হাই ব্রেঞ্চ ও লো ব্রেঞ্চগুলো তুলে দেন।

জানা যায়, গত ৩০ মে গুইমারা রিজিয়নে আয়োজিত হেডম্যান-কার্বারী সম্মেলনে জনৈক কার্বারীর দাবি করেন লক্ষ্মীছড়ি দুর্গম বর্মাছড়ি ইউনিয়নে তুনরাম কার্বারী পাড়া জুনিয়র হাইস্কুলে শিক্ষার্থীদের লেখা পড়ার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে তাই কিছু ব্রেঞ্চ দেয়া হলে এই সমস্যা দুর হবে। রিজিয়ন কমান্ডার দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দিয়ে ছিলেন।

শিক্ষক রিসন চাকমা বলেন বিদ্যালয়ে প্রায় ২’শ জন শিক্ষার্থী লেখা পড়া করে। একটি ব্রেঞ্চে ৩ থেকে ৪ জন চাপা চাপি করে বসতে হয়। এই ব্রেঞ্চ পাওয়ার ফলে আমাদের দীর্ঘ দিনের সমস্যা দুর হলো। এখন ছাত্র ছাত্রীদের সুন্দরভাবে পড়া লেখা করার সুযোগ সৃষ্টি হলো বলে ওই শিক্ষক মনে করেন।

Exit mobile version