parbattanews

গুইমারা সদর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

Capture copy

গুইমারা প্রতিনিধি:

“স্বচ্ছতা, জবাব দিহিতা, উন্মুক্ত বাজেট উন্নয়নের সফলতা” এ শ্লোগানে খাগড়াছড়ি জেলার নব-সৃষ্ট গুইমারা উপজেলার ১নং গুইমারা সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।

গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমার সভাপতিত্বে আয়োজিত বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান। অন্যান্যের মধ্যে গুইমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গির আলম, গুইমারা কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন, উপজেলা প্রেস ক্লাব গুইমারার উপদেষ্টা আব্দুল আলী, ইউপি সদস্য জনার্ধন সেন  উপস্থিত ছিলেন।

বাজেট অধিবেশনে বিগত বছরে ইউনিয়ন পরিষদের আয় ব্যয় তুলে ধরার পাশাপাশি-২০১৭-১৮ অর্থ বছরে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের পরিকল্পনা তুলে ধরা হয়। এ বছর মোট বাজেট ধরা হয়েছে, ৮১ লাখ ৭০ হাজার, এরমধ্যে রাজস্ব খাত থেকে ৮লাখ ২০হাজার, উন্নয়ন খাত থেকে ৭৩ লাখ ৫০ হাজার টাকা। যা গত বছরের থেকে ১৫ লাখ টাকা বেশি।

Exit mobile version