parbattanews

গুজব প্রতিরোধে মাঠে নেমেছে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ

গুজব প্রতিরোধে মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদের মতবিনিময় সভা

সাম্প্রতিক ছেলেধরা গুজব প্রতিরোধে মাঠে নেমেছে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ। কর্মসুচির অংশ হিসেবে গুজব প্রতিরোধে রোববার দুপুর দুইটার দিকে মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদের আওতাধীন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির সাথে মতবিনিময় সভা করে।

মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদেরর চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সভায় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শামছুদ্দিন ভুইয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় গনচন্দ্রপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসেপ্রু মারমা, সাপমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোবিকাশ ত্রিপুরা ও ৩নং ওয়ার্ডের মেম্বার অমৃত কুমার ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।

সাম্প্রতিক সময়ে পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগার কথা বলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলে দাবি করেন বক্তারা। তারা বলেন, এ গুজব শিশু শিক্ষার্থীদের বিদ্যালয় বিমুখ করবে। তাদের ভবিষ্যত শিক্ষাজীবনকে বাঁধাগ্রস্থ করবে। ছেলেধরা গুজব পদ্মা সেতু নির্মান কাজকে বাধাগ্রস্থ করতে মহল বিশেষের অপপ্রচার দাবী করে বক্তারা বলেন, আতঙ্ক ছড়িয়ে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার অপচেষ্ঠা চলছে।

গুজব বিরোধী এ জনসচেতনামুলক আইন শৃঙ্খলা সভায় গকুলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ পারভেজ, সাপমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল ত্রিপুরা, তপ্ত মাষ্টারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, ওয়াচু প্রকল্প সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা বেগম ছাড়াও ১নং ওয়ার্ডের মেম্বার মলেন্দ্র লাল ত্রিপুরা ও ৮নং ওয়ার্ডের মেম্বার রজনী ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version