parbattanews

গুণগত মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে দেশ এগিয়ে যায়: উবাচ মারমা 

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা বলেছেন, গুণগত ও মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে দেশ এগিয়ে যায়। শিক্ষার্থীরা নিজস্ব চিন্তা, চেতনা ও ভালো কাজের চর্চা করলে তারা সমাজের জন্য সুফল বয়ে আনবে।

বুধবার (৩০ মার্চ) রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ পাটোয়ারী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, ওসি জাকির হোসেন, ডাঃ রুইহলাঅং মারমা প্রমূখ। আলোচনা সভার পর বার্ষিক ক্রীড়ামোদী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়।

Exit mobile version