parbattanews

গুদামে খাদ্য মজুদের অভিযোগে খাগড়াছড়ির মেরুং খাদ্য কর্মকর্তাকে গ্রেফতার

গুদামে ব্যবসায়ীদের খাদ্য মজুদের অভিযোগে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সারেয়ার হোসেনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়েছে।

রবিবার(২২ মার্চ) বিকালে দীঘিনালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে আটক করে।

দীঘিনালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্দ উল্লাহ জানান, প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে মেরুং খাদ্য গুদাম পরিদর্শন করে গুদামে অতিরিক্ত ৬ মে:টন চাউল ও ১৪ মে:টন গম পাওয়া গেছে।

প্রাথামিকভাবে প্রমাণিত হয়েছে বাড়তি দামের বিক্রির উদ্দেশ্যে কোন ব্যবসায়ীর খাদ্য গুদামের মজুদ করে রাখা হয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  অসৎ উদ্দেশ্যে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির জন্য ব্যবসায়ীদের এই চাউল ও গম সরকারি খাদ্য গুদামে রাখা হয়েছে। এ কারণে ঐ খাদ্য কর্মকর্তারা বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে।

Exit mobile version