parbattanews

গৃহহীনদের মাঝে কবুলিয়ত বিতরণ করে মানিকছড়িতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনে মানিকছড়িতে উপজেলা প্রশাসন, আ’লীগ, মুক্তিযোদ্ধা, শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভা, প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার, গৃহহীনদের কবুলিয়ত ও ঋণ গৃহীতাদের মাঝে চেক বিতরণ এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৭ মার্চ (বৃহস্পতিবার) সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা ও আ’লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু’র ম্যুরালে প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, আ’লীগ ও অঙ্গসংগঠন, শিক্ষক-শিক্ষার্থীরা পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে পরিষদ মিলনায়তনে ইউএনও রক্তিম চৌধুরীর সভাপতিত্বে এবং প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সূচয়ণ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা, গৃহহীনদের কবুলিয়ত বিতরণ, শিশু শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ঋণের চেক বিতরণ কার্যক্রম।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অতিথি হিসেবে বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফিউল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, প্রধান শিক্ষক দীলিপ কুমার দে, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ.রাজ্জাক প্রমুখ। সভা শেষে ১৫ জন গৃহহীন পরিবারে কবুলিয়ত ও জবানবন্দি বিতরণ, যুব চেক বিতরণ ও রচনা-চিত্রাংকণে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এর আগে উপজেলা আ’লীগ দলীয় অফিসে আ’লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীনের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, দোয়া অনুষ্ঠানে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।

Exit mobile version