parbattanews

‘গোনাহমুক্ত জীবনের জন্য প্রশিক্ষণের মাস রমজান’

chakaria samiti,
চকরিয়া প্রতিনিধি :
মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল ১৭ জুন শুক্রবার চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির উদ্যোগে চন্দনপুরাস্থ সাফা আর্কেডে আলহাজ্ব সেতারা গাফ্ফার চৌধুরী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. হামিদ হোছাইন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি’র উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, প্রধান আলোচক ছিলেন বায়তুশ শরফ আদর্শ কামিল (এম.এ) মাদ্রাসা’র অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। বক্তব্য রাখেন, আলহাজ্ব হামিদ হোছাইন, অধ্যক্ষ লায়ন ড. সানাউল্লাহ, লায়ন কমরুদ্দীন, পেকুয়া উপজেলা চেয়ারম্যান সেফায়াত আলী রাজু, জজ মনসুর, জজ ইব্রাহীম, বেপজা সচিব আব্দুল মোনাফ, কাকারা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান শওকত ওসমান, আলহাজ্ব রহিম উল্লাহ, আলহাজ্ব আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, সহকারী সিনিয়র সচিব রাশেদ কাদের, আতাউল হক, ড. শ্রীজ্ঞান দীপং বড়ুয়া ও ড. মেজবা উদ্দীন প্রমুখ।

মাহ্ফিলে প্রধান আলোচক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান বলেন, ইফতারের উসিলায় জাহান্নামিদের মুক্তি দেওয়া হয়। ইফতারকে সামনে রেখে আমাদের গোনাহ মাফ চাইতে হবে। রোজা মুসলানের জন্য ফরজ ইবাদত। এটা আল্লাহর দেওয়া বিশেষ সওগাত। মুসলমান হিসেবে সবার উচিত এ মাসকে যথাযোগ্য মর্যাদায় পালন করা। এ মাসে ইবাদত বন্দেগি বেশি বেশি করা।

প্রধান অতিথি প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা বলেন, গোনাহমুক্ত জীবনের জন্য প্রশিক্ষণের মাস রমজান। রমজান মাস থেকেই শিক্ষা নিয়ে আমাদের গোনাহমুক্ত জীবন যাপন করতে হবে বলে উল্লেখ করেন।

সভাপতির সমাপনী বক্তব্যের শেষে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। মোনাজাতের পরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়।

Exit mobile version