parbattanews

গোলাগুলির মাঝে সীমান্ত অনুপ্রবেশের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি

কক্সবাজারের টেকনাফ সীমান্তে ব্যাপক গোলাগুলির পর টেকনাফ নাফ নদী দিয়ে রোহিঙ্গাদের পাঁচ সদস্যকে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দিকে নাফ নদীর টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের এ পরিবারটির অনুপ্রবেশের ঘটনা ঘটেছে স্থানীয়দের সূত্রে জানা গেছে।

রোহিঙ্গাদের এ পরিবারটিরতে মা-বাবাসহ রয়েছে তিনজন শিশু সন্তান। অনুপ্রবেশকারী এ রোহিঙ্গা পরিবারটি বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের আওতাধীন পালংখালী বিওপির সদস্যদের হেফাজতে রয়েছে।

হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া এলাকার বাসিন্দা জালাল আহমেদ বলেন, সোমবার সকাল ১১ টার দিকে টেকনাফের উলুবনিয়া সীমান্ত পয়েন্ট দিয়ে নাফ নদী অতিক্রম করে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এসময় সেখানে দায়িত্বরত বিজিবি সদস্য রোহিঙ্গা পরিবারটিকে থামিয়ে কথা বলেন। পালিয়ে আসা রোহিঙ্গারা মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতির কারণে সীমান্ত অতিক্রম করা কথা জানিয়েছে।

পরে বিজিবির সদস্যরা পাঁচ সদস্যের এ রোহিঙ্গা পরিবারটিকে হেফাজতে নিয়েছে বলে জানান স্থানীয় এ বাসিন্দা।

এ ব্যাপারে বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল আশরুকি ও হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারিসহ প্রশাসনের সংশ্লিষ্টদের সাথে কথা বলতে একাধিকবার মোবাইল ফোনে কল দেওয়া হলেও সাড়া না পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি।

Exit mobile version