parbattanews

গ্রামীণ মেলার মাধ্যমে স্থানীয় লোকজ শিল্পের বিকাশ সম্ভব: কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

দীঘিনালা প্রতিনিধি:

গ্রামীণ মেলার মাধ্যমে স্থানীয় লোকজ শিল্পের বিকাশ এবং উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসার সম্ভব|  তাই বিনোদন এবং স্থানীয় উৎপাদিত পণ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

বৃহস্পতিবার(২৬এপ্রিল) বিকেলে উপজেলার সড়ক ও জনপথ বিভাগের মাঠে মাসব্যাপী বৈশাখী তাঁতবস্ত্র ও আনন্দ মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন কালে শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ( প্রতিমন্ত্রী পদমর্যাদায় সম্পন্ন) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি একথা বলেন।

৩ নং কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দীন মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ(তদন্ত) আরিফ ইকবাল, ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা প্রমুখ।

এ বৈশাখী তাঁতবস্র ও আনন্দ মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে চলে এজন্যে প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন| এসময় উপজেলার গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য বৈশাখী তাঁতবস্র ও আনন্দ মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান পক্ষ থেকে দুই লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হয়।

Exit mobile version