parbattanews

গ্রাম উন্নয়নে এনজিও’র অবদান প্রশংসনীয়: কংজরী চৌধুরী


নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, গ্রাম উন্নয়নে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি এনজিও’র অবদান প্রশংসনীয়। সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার অর্থনীতি অধিকাংশ ক্ষেত্রে গ্রাম ও কৃষি নির্ভর গ্রামের উন্নতি হচ্ছে বলেই খাগড়াছড়ির তথা দেশের অর্থনীতির অর্র্থনৈতিক চাকার উন্নয়ন সাধিত হচ্ছে।

তিনি মঙ্গলবার (৭ নভেম্বর) এনজিও সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ড. মো. গোফরান ফারুকীর সঞ্চালনায় খাগড়াছড়ি জেলা পরিষদের সম্মেলন কক্ষে সভায় উপস্থিত এনজিওর প্রতিনিধিরা তাদের মাসিক প্রতিবেদন উপস্থাপন করেন।

এনজিও’র কর্মকর্তা ছাড়াও এসময় আঞ্চলিক পরিষদের প্রতিনিধি হিসেবে আঞ্চলিক পরিষদের সদস্য রক্তোৎপল ত্রিপুরা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তরুণ ভট্টাচার্য়সহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী খাগড়াছড়ি জেলার প্রেক্ষাপটে এনজিও সুবিধাভোগী এলাকা নির্বাচনে সকল সম্প্রদায় যাতে সুবিধা পায় তা মাথায় রেখে কাজ করার আহবান জানান। এসময় তিনি ইপসা এনজিও-কে পানছড়ি উপজেলায় স্বাস্থ্যসেবায় নিজস্ব অর্থায়নে এ্যাম্বুলেন্স সেবা সংযোজন করায় বিশেষ ধন্যবাদ জানান।

Exit mobile version