parbattanews

গ্রেনেড হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে জঙ্গিগোষ্ঠীর পরিচালিত ভয়াল ২১আগস্ট বর্বরোচিত ও নৃশংস গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ ২৪জন নেতাকর্মী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন।

সোমবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে নিহতদের আত্মার শান্তির জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সহ-সভাপতি মো. মনির হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আশুতোষ চাকমা, জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা প্রমুখ।

এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ক্রইসাঞো চৌধুরী, জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেনসহ আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Exit mobile version