parbattanews

গয়ালমারা দাখিল মাদ্রাসা শিক্ষার আলো ছড়াচ্ছে

বিশেষ প্রতিনিধি:

কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এমএম সিরাজুল ইসলাম বলেন, উখিয়ার গয়ালমারা দাখিল মাদ্রাসা অত্র এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে। এ প্রতিষ্ঠান অনেকদূর এগিয়ে যাবে। এখানে বায়তুশ শরফের পীর সাহেব বাহারুল উলুম আল্লামা কুতুব উদ্দীনের পদধূলা পড়েছে। তিনি এ মাদ্রাসার জন্য দোয়া করেছেন। বৃহস্পতিবার মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আলহাজ্ব আব্দুল করিম চৌধূরীর সভাপতিত্বে মাহফিলের পুরস্কার বিতরণ অধিবেশনে বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আবুল মনসুর চৌধুরী, সাংবাদিক শামসুল হক শারেক, চাইল্লতলী একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবুল কালাম আজাদ, মাদ্রাসার প্রতষ্ঠাতা আলহাজ্ব আহমদ কবির, সৈয়দ হোসাইন চৌধুরী ও সুপার মাওলানা দিল মুহাম্মদ।

প্রধান অতিথি আরও বলেন, বায়তুশ শরফ শিরক-বেদায়াতমুক্ত একটি সমাজ সেবামুলক ও মানব সেবামুলক প্রতিষ্ঠান। বায়তুশ শরফ শিক্ষাও সমাজ সেবামূলক প্রতি্ষ্ঠান গুলোকে পৃষ্ঠপষকতা দিয়ে থাকে।
গয়ালমারা দাখিল মাদ্রাসাকেও বায়তুশ শরফ যথাসাধ্য পৃষ্ঠপোষকতা দিয়ে যাবে।

তিনি এই প্রতিষ্ঠানে গুণগত ও মান সম্মত নিশ্চিত করার জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

Exit mobile version