parbattanews

ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেয়া বর্তমান সরকারের অঙ্গীকার

21.04.2017_Matiranga Solar NEWS Pic-02

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুত এটা শুধু শ্লোগন নয়, ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেয়া বর্তমান সরকারের অঙ্গীকার বলে মন্তব্য করে খাগড়াছড়ির  সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, বাংলাদেশ ক্রমাগত উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। এতে করে দেশে প্রতিদিন বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তাই সরকার বিদ্যুতের উপর থেকে চাপ কমাতে সৌরশক্তি বা সোলার প্যানেল ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করছে। যার অংশ হিসেবে প্রতি অর্থবছরের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি গুলোতে ৫০ শতাংশ সোলার প্যানেল দেয়া হচ্ছে।

শুক্রবার বেলা ১২টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীন সংস্কার (কাবিটা) গ্রামীণ অবকাঠোমো রক্ষণাবেক্ষন (টিআর) কর্মসূচির আওতায় বীর মুক্তিযোদ্ধা, প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান’র সভাপতিত্বে সোলার প্যানেল বিতরণী অনুষ্ঠানে খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সরকার পাহাড়ের বিদ্যুত সমস্যা দুরীকরনের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পর্যায়ক্রমে পাহাড়ের বিদ্যুতবিহীন সুবিধাবঞ্চিত গ্রামে সোলার পল্লী গড়ে তোলা হবে। সরকার বিশেষ জনগোষ্ঠি বা সম্প্রদায়ের নয় সব মানুষের উন্নয়ন নিশ্চিত করতে বদ্ধপরিকর। পর্যায়ক্রমে পাহাড়ের প্রতিটি গ্রামকে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের আওতায় আনা হবে। কারণ বিদ্যুতবিহীন সার্বিক উন্নয়ন গতিশীল হবে না।

সোলার প্যানেল বিতরণী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. আনোয়ারুল হক, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমার শীল, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মনছুর আলী, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজি, মাটিরাঙ্গা সদর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী, পৌর কাউন্সিলর মো ও শহীদুল ইসলাম সোহাগ  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

Exit mobile version