ঘরে থেকেও সুন্দর চুল

fec-image

ঘরে থাকলেও চুলের যত্ন নিতে হবে নিয়মিত। কারণ চুল মানবদেহের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বাসায় থাকলেও মাথার ত্বকে ঘাম ও ময়লা জমে। যে কারণে নিয়মিত চুল পরিচর্যার বিষয়টা মাথায় রাখা উচিত।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ভারতের ‘জিন ক্লাউড বিগুইন’য়ের রূপ-বিশেষজ্ঞ নিশা সিং গোয়েল এর দেওয়া পরামর্শগুলো এখানে দেওয়া হল যা অলস মানুষও অনুসরণ করতে পারবে সহজেই।

– ঘরের কাজ করলে মাথার ত্বকে ঘাম ও ব্যাক্টেরিয়ার কারণে খুশকি হওয়ার সম্ভাবনা থাকে। একদিন পর পর চুল পরিষ্কার করলে মাথার ত্বক ভালো থাকে ও চুলও শ্বাস নিতে পারে।

– গোড়ার দিকে পাকা চুল ঢাকতে গুঁড়া আইশ্যাডো ব্যবহার করা যায়। এটা চুলের ছদ্ম রং হিসেবেও ভালো কাজ করে।

– মাথার ত্বক চিটচিটে হলে ড্রাই শ্যাম্পু ব্যবহার করুন। আর ড্রাই শ্যাম্পু না থাকলে সামান্য ট্যাল্কম পাউডার মাথার ত্বকে ব্যবহার করে বাড়তি অংশ আঁচড়ে ফেলুন। এটা সবচেয়ে ভালো উপায় না হলেও দ্রুত সমাধান হিসেবে ভালো কাজ করে।

খুশকি দূর করতে

এক কাপ দইয়ের সঙ্গে এক চা-চামচ জলপাইয়ের তেল মিশিয়ে মাথার ত্বকে ব্যবহার করুন। ২০ মিনিট অপেক্ষা করে চুল ধুয়ে ফেলুন।

রুক্ষ ও ক্ষতিগ্রস্থ চুলের জন্য

দুই টেবিল চামচ অ্যালো ভেরা জেল, দুই টেবিল চামচ নারিকেলের দুধ একসঙ্গে মিশিয়ে রুক্ষ নির্জীব চুলে ব্যবহার করুন। ২০ মিনিট অপেক্ষা করে চুলে শ্যাম্পু করে ফেলুন।

উচিত অনুচিত

• চুল খুব বেশি শক্ত করে বাঁধা ঠিক না। এত চুলের আগা ফাটার সমস্যা দেখা দেয়।

• রান্না ঘরে পাওয়া যায় এমন উপকরণ দিয়ে চুলের পরিচর্যা করুন। তবে এর আগে অবশ্যই তার অ্যালার্জি পরীক্ষা বা প্যাচ টেস্ট করে নিন।

• বাসায় আছেন বলেই চুল পরিষ্কার করতে হবে না এমনটা ভাববেন না। নিয়মিত চুল পরিষ্কার রাখুন।

• দুই সপ্তাহে একবার কেবল মাত্র মাথার ত্বকে তেল মালিশ করুন। পুরো চুলে নয়। ২০ মিনিট অপেক্ষা করে চুল ধুয়ে ফেলুন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন