ঘাতকরা জাতির পিতাকে হত্যা করলেও তার আদর্শকে মুছতে পারিনি

fec-image

রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মো. মিজানুর রহমান বলেন, ঘাতক চক্ররা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করতে পারলেও তার নীতি, আদর্শকে মুছে ফেলতে পারেনি। সোমবার (১৬আগস্ট) বিকেলে রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, জাতির পিতার ছবি আজ বিশ্বের শক্তিধর দেশ আমেরিকার টাইমস স্কয়ারে প্রদর্শিত হয়েছে। বাঙালী জাতি যতদিন বেঁচে থাকবে ততদিন বঙ্গবন্ধর নাম চির অমর থাকবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম না হলে আমরা যে আজ উন্নয়নের কথা বলছি সেসব চিন্তা করা যেত না। জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী। তার যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে টিকে আছে। এমন উন্নত দেশের স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধু যা বর্তমান সময়ে এসব স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার আল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক ও প্রকাশক একেএম মকসুদ আহমেদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন- প্রেসক্লাবের সদস্য সৈয়দ মাহবুব আহমেদ, মনসুর আহমেদ এবং ইয়াছিন রানা সোহেল।

আলোচনা পরবর্তী জাতির পিতা এবং ১৫ আগস্ট নিহত তার পরিবারের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন