parbattanews

ঘুমধুমের তুমব্রু থেকে এক রোহিঙ্গার শরণার্থীর লাশ উদ্ধার

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু থেকে এক রোহিঙ্গার লাশ উদ্ধার করছে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ।

বৃহস্পতিবার ২৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার সময়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘোনার পাড়া নামক স্থানে খালের পাড়ে পানিতে ভাসমান অবস্থায় স্থানীয়রা এক লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ এসে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করেছে। উদ্ধারকৃত লাশ-ক‌্যাম্প:৪ মধুর ছড়া এলাকার ব্লক-বি/২৩,এফসিএন মৃত ওলামিয়ার ছেলে সোনামিয়া (২৯)বলে জানা গেছে।

এই বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন, নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হেসেন,।

উল্লেখ্য, গত ২৬ তারিখে ওই শরণার্থী কুতুপালং বডুয়া এলাকায় খালের পাড়ে মাছ ধরার জন্য গিয়েছিল বলে জানা যায়। অতিরিক্ত বৃষ্টি পাতের কারণে সে পানিতে ভেসে গিয়ে প্রাণ হারায় বলে পরিবারের সদস্য কর্তৃক জানা যায়।

Exit mobile version