parbattanews

ঘুমধুমে এক উপজাতীর বসতবাড়ি পুড়ে ছাই

ঘুমধুম প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু বরইতলী পাড়ায় এক উপজাতীর ঘর পুঁড়ে ছাই হয়েছে।

শনিবার (১০মার্চ) সকাল ১০টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে কোন প্রানহানী হয় না। খবর পেয়ে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ ওসি (তদন্ত) ইমন কান্তি চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান।

ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ ওসি (তদন্ত) ইমন কান্তি চৌধুরী এবং এএস আই জমির উদ্দিন জানান, বরইতলীর কেমং তঞ্চংগার বাড়িতে রক্ষিত ঝাড়ু ফুলের স্তুপে তার এক শিশু ছেলে খেলার ছলে ম্যাচের কাটি থেকে আগুন ছুড়ে মারে।

উক্ত আগুন ছড়িয়ে পড়ে বাড়িতে লেগে যায়। এতে বাড়ির মুল্যবান মালামাল, প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রীসহ বাড়িটি সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষয়ক্ষতি অন্তত ২লক্ষাধিক টাকার বেশী হবে বলে ক্ষতিগ্রস্ত কেমং তংঞ্চইগ্যার পরিবার সুত্রে জানিয়েছেন পুলিশ।

কেমং তংচঞ্চইগ্যা ঘুমধুম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রেজু বরইতলীর এলাকার
অংচাই তংঞ্চইগ্যার ছেলে। বর্তমানে কেমং তংঞ্চইগ্যা পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিন পার করছে।

 

Exit mobile version