parbattanews

ঘুমধুমে তংচংগ্যাদের মাসব্যাপী ঐতিহ্যবাহী তাঁত বুনন প্রশিক্ষণের উদ্বোধন

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বটতলী পাড়ায় তংচংগ্যাদের মাসব্যাপী ঐতিহ্যবাহী তাত বুনন প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এর শুভ উদ্বোধন করা হয়। বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউট এর তত্বাবধানে জেলা পরিষদ ও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ২ মাস ব্যাপী এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন স্থানীয় ইউপি সদস্য বাবুল কান্তি তংচংগ্যা। এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক নিলু ম্রু, স্থানীয় কারবারি উপেন্দ্র লাল তংচংগ্যা, অনুময় চাকমা, প্রিয় তংচংগ্যা প্রমুখ।

সহকারী পরিচালক নিলা ম্রু বলেন তংচংগ্যাদের ঐতিহ্যবাহী পোশাক পোষাক ও ঐতিহ্য ধরে রাখতে ২ মাস ব্যাপী ২০ জন স্থানীয় তংচংগ্যা মেয়েদের ২ জন অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক দিয়ে দিয়ে তাত বুনন প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে নিজেদের চাহিদা মিটিয়ে তৈরি পোশাক বাজারজাত করা সম্ভব হবে।

Exit mobile version