parbattanews

ঘুমধুমে দেয়াল চাপায় রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাটির দেয়াল ভাঙতে গিয়ে অসাবধানতাবসত দেয়াল চাপা পড়ে এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ বাইশফাড়ী এলাকার তুইঙ্গাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা আমান উল্লাহ (৩০) কক্সাবাজার উখিয়ার কুতুপালং ক‍্যাম্প-৩, ব্লক- সি/৩৬’র বাসিন্দা।

জানা যায়, তুইঙ্গাঝিরি এলাকার বাসিন্দা নমি উদ্দিনের ছেলে কালাচানের মাটির ঘরের দেয়াল ভাঙার কাজ করার সময় অসাবধানতাবসত দেয়াল ভেঙে চাপা পড়ে এক রোহিঙ্গার ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে দুপুর ১২টার দিকে স্থানীয় লোকজন নিহতকে নিজ ক‍্যাম্পে হস্তান্তর করার জন‍্য নিয়ে যায়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, ঘটনার বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Exit mobile version