parbattanews

ঘুমধুমে পাহাড় ধস, অল্পের জন্য রক্ষা পেল পরিবার

টানা দুই দিনের ভারী বর্ষণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু উলুবনিয়া পাড়ার নুরুল কবিরের বাড়ির নিকটস্থ পাহাড় ধসে পড়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৭ আগস্ট) সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন বাড়ির মালিক নুরুল হক। তিনি বলেন, সপরিবার ঘুম থেকে উঠে সকালের খাওয়ার জন্য রান্নাঘরে ও বারান্দায় বসে থাকা অবস্থায় হঠাৎ পাহাড়টি ধসে এসে মাটির দেয়ালে ধাক্কা লাগে, এবং সাথে সাথে সবাই স্থান ত্যাগ করে বাহিরে বের হয়ে দেখতে পাই নিকটস্থ পাহাড়টি ধসে এসে ঘরের মাটির দেয়াল ফাটল ধরেছে। আল্লাহর অসীম রহমতের কারণে সপরিবার প্রাণ বেঁচে গেলেন বলেও জানিয়েছেন বাড়ির কর্তা নুরুল হক।

এদিকে কয়েকমাস পূর্বে বাড়ির আঙ্গিনা প্রশস্ত করার জন্য পাহাড়টি কেটেছিল বলে অতি বর্ষণে ধসে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

২ দিন ধরে টানা বৃষ্টিপাতে পাহাড় ধসের শঙ্কা সৃষ্টি হয়েছে। পাহাড়ের ঝুঁকিপূর্ণ পাদদেশে বসবাসরতদের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ও উপজেলা প্রশাসন জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

Exit mobile version