parbattanews

ঘুমধুমে বার্মিজ চকলেটসহ সিএনজি জব্দ, আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ঘুমধুম তদন্তকেন্দ্র পুলিশের অভিযানে ১৭০ প্যাকেট বার্মিজ চকলেট ও সিএনজি চালককে আটক করা হয়েছে। এসময় পাচার কাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ করে পুলিশ।

রবিবার ( ৮ অক্টোবর) দুপুর ১টার দিকে দিকে উপজেলার ঘুমধুম ইউপিস্থ টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি কক্সবাজার উখিয়া উপজেলার রাজাপালং ইউপির ৬ নম্ব ওবয়ার্ডের কবির আহমদের ছেলে সাইফুল (২৮)।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখে সন্দেহজনক একটি সিএনজি সিএনজি তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে চোরাইপথে আনা বিদেশি ১৭০ প্যাকেট চকলেট পাওয়া যায়। এসময় পাচার কাজে জড়িত থাকার অপরাধে সিএনজিসহ চালককে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহ বলেন, বার্মিজ চকলেট ও সিএনজিসহ আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version