parbattanews

ঘুমধুমে মৎস্য ঘের থেকে মাছ চুরির অভিযোগ

নাইক্ষ্যংছড়ি উপজেলার স্পর্শকাতর ঘুমধুম ইউনিয়নের বাইশপাড়ী সীমন্ত সড়কে সংবাদকর্মী মাহমুদুল হাসানের মংস্য ঘের থেকে বিভিন্ন প্রজাতির মাছ চুরি’র অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ১০ থেকে ১২ জনের একটি চোর সিন্ডিকেটের সদস্যরা পার্বত্য নিউজের ঘুমধুম প্রতিনিধি মাহমুদুল হাসানের সীমান্ত সড়কের পশ্চিম পাশে সৃজিত মৎস্য ঘের থেকে কারেন্ট জাল ও বড়শি দিয়ে প্রায় ২-৩ মনের অধিক মাছ চুরি করে নিয়ে যায়।

সরেজমিন গিয়ে দেখা যায়, ২৭১ নং মৌজার হেডম্যান খাইংচাপ্রু তংচংগ্যার জৈষ্ঠ পুত্র পুচেমং চনু তংচংগ্যা (২৮)’র নেতৃত্বে বাশবাগান পাড়ার আব্দু জব্বার, আব্দু করিমের ছেলে আব্দু রহিম (২৫), মৃত হোসেনের ছেলে আলী জোহর (৪২) ও হেডম্যান পাড়ার ধলুর ছেলে কেতাইনু তংচংগ্যা (৪৫) সহ ১০-থেকে ১২ জনের একটি চোর চক্র মাছ চুরি করে নিয়ে যায় বলে জানা গেছে।

এবিষয়ে ঘুমধুম তদন্তকেন্দ্রের ইনচার্জ ইমতিয়াজ মাফুজ ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি এবং তদন্তপূর্বক যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Exit mobile version