ঘুমধুমে রেডিয়েন্ট গার্ডেন পরিদর্শন করলেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী 

fec-image

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমস্থ রেডিয়েন্ট গার্ডেন পরিদর্শন করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলেইমান সয়লো।

শনিবার (০৮ জানুয়ারী) দুপুর ১ টার দিকে তুরস্কের মন্ত্রী সয়লো’র নেতৃত্বে প্রতিনিধি দলের ২০ সদস্য সাথে ছিলেন। গার্ডেনে পৌঁছলে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলেইমান সয়লো’কে ফুলেল শুভেচ্ছা জানান ঘুমধুমস্থ রেডিয়েন্ট গার্ডেনের প্রকল্প ব্যবস্থাপক মো. মশহুর উর রহমান লিটন ও রেডিয়েন্ট বনায়ন প্রকল্পের কর্মকর্তারা। এর আগে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলেইমান সয়লে উখিয়ার বিভিন্ন ক্যাম্পের তুর্কি প্রতিষ্ঠানগুলো ঘুরে ঘুরে দেখেন এবং কার্যক্রম সম্পর্কে জানেন।

এছাড়া তিনি ৮ এপিবিএন আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৯ এ অবস্থিত তুর্কি হাসপাতালও পরিদর্শন করেন।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন, কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন’র অধিনায়ক পুলিশ সুপার মো. শিহাব কায়সার খান, ১৪ এপিবিএন’র অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক ও ১৬ এপিবিএন’র অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, ৮ এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ, উখিয়া থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ, নাইক্ষ্যংছড়ি থানার (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন সহ ঢাকাস্থ তুর্কি দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন