parbattanews

ঘুমধুমে রেডিয়েন্ট গার্ডেন পরিদর্শনে তুরস্কের রাষ্ট্রদূত

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে অবস্থিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ শান।

বুধবার (৮ নভেম্বর) সকালে রাষ্ট্রদূত ও তার সঙ্গে আসা সফর সঙ্গীরা রেডিয়েন্টের আম, জাম, রাবার গার্ডেন, মুরগির খামার, গরুর খামার, ছাগল খামার, মৎস্য খামার আনারস বাগানসহ বিভিন্ন জাতের ফলজ ও বনজ বাগান ঘুরে দেখে সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় রাষ্ট্রদূতকে রেডিয়েন্ট গার্ডেনের কো-অর্ডিনেটর মশহুর উর রহমান লিটন কোম্পানির পক্ষ থেকে অভিবাদন জানিয়ে সম্মাননা স্মারক ও গিফট বক্স তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের সফর সঙ্গী তুর্কি সংস্থা টিকার ভাইস প্রেসিডেন্ট ইমচ নাজে ইউরোলমাজ, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা মিজানুর রহমান, তুর্কি দিয়ানত ফাউন্ডেশনের এডুকেশন অ্যান্ড কালচারাল সার্ভিস ম্যানেজার এচান সেজান খিলিচ ও রেডিয়েন্ট গার্ডেনের সংশ্লিষ্টরা।

Exit mobile version