parbattanews

ঘুমধুমে রোহিঙ্গা দালাল রোহিঙ্গা রোস্তম আটক

ঘুমধুম প্রতিনিধি:

মিয়ানমার সরকার বাহিনীর দমন নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা এপারে আশ্রয় দেওয়ার অজুহাতে টাকা গ্রহণের দায়ে রুস্তম আলী নামক এক দালালকে আটক করেছে বান্দরবানের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(১৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় ঘুমধুমের পাহাড় পাড়ার বশির আহমদ এর ছেলে রুস্তম আলীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান আটক করে নিয়ে যান। সে প্রতি রোহিঙ্গা পরিবার থেকে ২হাজার করে কয়েক শতাধিক রোহিঙ্গার নিকট থেকে অন্তত ১০ লাখ টাকা আদায় করেছে বলে সূত্রে জানা গেছে।

তাকে আটক কালে প্রশাসনের পদস্থ অফিসার, ঘুমধুম ইউপি চেয়ারম্যন একেএম জাহাঙ্গীর আজিজ, প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আমিনুর রহমান সঙ্গীয় ফোর্স, জনপ্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।

Exit mobile version