parbattanews

ঘুমধুমে শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরিক্ষা সম্পন্ন

ঘুমধুম প্রতিনিধি:

ঘুমধুম ইউনিয়নের তুমব্রু শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা/১৭ তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অবহেলিত জনপদের হতদরিদ্র পরিবারের মেধাবী ছাত্র/ছাত্রীদের ভবিষ্যতে আরো আলোরমুখ দেখানোর জন্য তুমব্রু এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী, শিক্ষকগণ এ ফাউন্ডেশনটি ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন। যার ফলশ্রুতিতে চলতি বছর অর্থাৎ ২০১৭সালে ঘুমধুম ইউনিয়নের ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির ছাত্র/ছাত্রীরা মেধাবৃত্তি পরিক্ষায় অংশ গ্রহণ করেন।

অংশগ্রহণকারী বিদ্যালয়ের মধ্যে রয়েছে-তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তুমব্রু পশ্চিমকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরীক্ষা চলাকালীন সময় উপস্থিত ছিলেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে জাহাঙ্গীর আজিজ, তুমব্রু শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নুরুল কবির, সেক্রেটারি ভাজাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যক্ষ ফরিদুল আলম, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার হামিদুল হক, দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি মাস্টার জহির আহমদ, তুমব্রু পশ্চিমকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার হেলাল উদ্দিন, ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আব্দুর রহিম শাওন, (বিসিএস শিক্ষা) জয়দেব কর্মকার, মাস্টার শাহজাহান, মোবাশ্বের, মমতাজ মিয়া, আব্দুর রহিম, ইউপি সদস্য দিল মোহাম্মদ, আব্দুল গফুর। পরীক্ষার সার্বিক দায়িত্ব পালন করেন উত্তর ঘুমধুম ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার দিপন বড়ুয়া, মাস্টার ইউনূছ প্রমুখ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক ও উত্তর ঘুমধুম ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার মিজানুর রহমান।

Exit mobile version