parbattanews

ঘুমধুমে হতদরিদ্রদের মাঝে ৩৪ বিজিবির ত্রাণ বিতরণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও সোনাইছড়ি সীমান্ত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিজিবি।

সোমবার ( ৬ জুলাই) ঘুমধুম ইউনিয়নের স্কুলমাঠে কক্সবাজারস্থ ৩৪ বিজিবি ব্যাটালিয়ন এর উদ্যােগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় সামাজিক দূরত্ব নিশ্চিত করে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেন ৩৪ বিজিবির সহকারী পরিচালক (এডি) মো. ইয়ার হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে নায়েক সুবেদার মোঃ নজরুল ইসলাম, নায়েক মো. আ. সাত্তার ফকির ও নায়েক মো. শেখ সাদী, সিপাহী নাজমুল হক ও সিপাহী আরিফুল ইসলাম, সাংবাদিক এম আবদুল হাকিম, শুভ তংচংগ্যা উপস্থিত ছিলেন।

ইতোপূর্বে কক্সবাজার ৩৪ বিজিবির পক্ষ থেকে সোনাইছড়ি , ঘুমধুম, বড়ইতলী, মংজয় পাড়া, বৈদ্দছড়া, বাইশাফাড়ি, তুমব্রু, সীমান্ত এলাকায় ৩শ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার দুপুরে বিজিবির সহকারী পরিচালক (এডি ) মো. ইয়ার হোসেন উপস্থিতি সবাইকে করোনার ব্যাপারে সতর্ক করেন, যে কোন সমস্যার ব্যাপারে জনগনের পাশে থেকে কাজ করার আশ্বাস দেন।

Exit mobile version