parbattanews

ঘুমধুম থেকে ২০০ কেজি নিম্নমানের বার্মিজ বাদাম আটক কেরেছে বিজিবি

badam

বিজ্ঞপ্তি :মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর আনুমানিক দুপুর ১টা দিকে ৩৪ বিজিবি’র রেজুখাল যৌথ চেকপোষ্ট এর সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের শামলাপুর নয়াপাড়া নামক স্থান হতে মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় ৮৩,৭৪৫/- টাকা মূল্যের ৫৫.৮৩ ঘন ফুট বাংলাদেশী গর্জন কাঠ জব্দ করে।

জব্দকৃত কাঠ শামলাপুর ফরেষ্ট অফিসে জমা করা হয়েছে।

অপর অভিযানে ঘুমঘুম বিওপি’র সদস্যগণ আনুমানিক ১১৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ধুমধুম ইউপি’র বেতবুনিয়া নামক স্থান হতে ২৪,১০০/- টাকা মূল্যের ২০০ কেজি বার্মিজ নিম্নমানের বাদাম জব্দ করে।

জব্দকৃত মালামাল বালুখালী শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে, যার মামলা নম্বর-২৬৫/১৬ তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৬।

উভয় অভিযানে জব্দকৃত মালামালের মোট মূল্য-১,০৭,৮৪৫/- টাকা।

Exit mobile version