parbattanews

ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

ঘুমধুম প্রতিনিধি:

বান্দরবান পার্বত্য জেলাধীন নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার(১১ মে) নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহমেদ, উপজেলা প্রকৌশলী তোফাজ্জল হোসেন ভুইয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার আলহাজ্ব রাজা মিয়া, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক , অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জহির আহমদ প্রমুখ।

উল্লেখ কয়েক বছর পূর্বে অত্র বিদ্যালয়ের পাঠদানের ২তলা ভবনটি ঝূর্কিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করেন উপজেলা প্রকৌশলী ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সে থেকে দীর্ঘ ৩ বছর ধরে ছাত্র/ছাত্রীদের পাঠদানে নানা ঝামেলা পোহাতে হয়েছে শিক্ষক/শিক্ষিকা ও বিদ্যালয় কতৃপক্ষকে। দীর্ঘ প্রচেষ্টা ও আবেদনের পরিপ্রেক্ষিতে দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত হচ্ছে নতুন সম্প্রসারিত ভবন।

Exit mobile version