parbattanews

ঘুমধুম সীমান্তে ফের বিস্ফোরণের শব্দ

দীর্ঘ ৯ মাস পর আবারো বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তুমব্রু সীমান্তের মিয়ানমারের ভেতরে থেকে ভেসে আসছে মর্টার শেল বিস্ফোরণের শব্দ।

সোমবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে মিয়ানমার সীমান্তের ওপার থেকে ভেসে আসা বিকট আওয়াজ শুনতে পেয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, জোহরের নামাজ শেষে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু বাজারের ১টি দোকানে বসে চা খাচ্ছিলেন তারা। এসময় হঠাৎ সীমান্ত ৩৪ পিলারের কাটাঁতারের বেড়া সংলগ্ন মিয়ানমারের তুমব্রু রাইট ক্যাম্প (বিজিপি) থেকে থেমে থেমে ভারি অস্ত্র বিস্ফোরণের ৯টি আওয়াজে প্রকম্পিত করে তোলে তুমব্রু গ্রাম।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার দিল মোহাম্মদ ভুট্টো বলেন, এতদিন মিয়ানমারের অংশে অনেক দূর থেকে মাঝেমধ্যে গুলির আওয়াজ শোনা গেলেও, এবার সীমান্তের ৩৪ নম্বর পিলারের অভ্যন্তরে (মিয়ানমারে) অনেকক্ষণ ধরে গুলির আওয়াজ শুনতে পাওয়া গেছে।

৩৪-বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। তবে এপারে বিজিবি প্রতিদিনের ন্যায় সতর্ক টহলে রয়েছে। আতঙ্ক বা ভয়ের কোন কারণ নেই বলেও জানিয়েছেন তিনি।

Exit mobile version