parbattanews

ঘুমধুম সীমান্তে মাইন বিষ্ফোরণে নিহতের পরিচয় মিলেছে

মাইন বিষ্ফোরণে নিহত রোহিঙ্গার লাশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মঙ্গলবার মাইন বিষ্ফোরণে নিহত রোহিঙ্গার পরিচয় পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তির নাম মোঃ শাহাজাহান (৪৫)। তার বাবার নাম রুস্তম ও মায়ের নাম শেরবানু।

মিয়ানমারের শরণার্থী হিসেবে শাহাজাহান লম্বাশিয়া লোহারব্রিজের ১ নম্বর ক্যম্পের ডি ব্লকের ১৩ নম্বরে থাকতেন। মিয়ানমারের মংডু জেলার বলিবাজার হোয়াইচং এলাকার বাসিন্দা ছিলেন তার পরিবার।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় লাশ উদ্ধারের পর নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের মাধ্যমে নিহত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য  কক্সবাজারে মর্গে পাঠানো হয়।

এই প্রসঙ্গে ঘুমধুম পুলিশ ফাড়ির ইনচার্জ ইমন কান্তি চৌধুরী জানান- ময়না তদন্তের পর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৩৮-৩৯ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি স্থানে স্থল মাইন বিষ্ফোরনে নিহত হন শাহাজাহান।

Exit mobile version