parbattanews

ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দীঘিনালা জোনের নিরাপত্তাবাহিনী

18155249_1281705231936671_367256884_n copy

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালা উপজেলার তারাবুনিয়া এলাকায় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করেছে, দীঘিনালা জোনের নিরাপত্তাবাহিনী। বুধবার সকালে উপজেলার তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নগদ টাকা ও ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান। পরে তিনি ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দীন মাহমুদ,  উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম, ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন।

ঘুর্ণিঝড়ে ঘর ছিন্নভিন্ন হওয়া চন্দ্র আলো চাকমা জানান, মঙ্গলবার ভোরে ঘুর্ণিঝড়ে আমার থাকার ঘর পুরো নষ্ট হয়ে যায়। আমরা ঘরের ভেতরে চাপা পড়ি। বর্তমানে আমার ঘর তৈরি করার মতো কোন প্রকার টাকাপয়সা নেই। নিরাপত্তাবাহিনী ঘর তৈরি করার জন্যে টাকা দিয়েছে। এখন ঘর তৈরি করতে পারবো।
রাঙ্গাবী চাকমা (২৯) নামে আরও একজন জানান, ঘুর্ণিঝড়ে ঘরের সব কিছুই ভিজে গেছে। অন্যের ঘরে গতকাল খাওয়া দাওয়া করেছি। আজকে চাল, ডাল, তেল পেয়েছি। এখন নিজের চুলায় রান্না করতে পারবো।

এসময় ঘুর্ণিঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত পাঁচ জনকে (জন প্রতি)পাঁচ হাজার টাকা করে, এবং ২৫জনকে পাঁচ কেজি চাউল, আধা কেজি তেল, আধা কেজি ডাল, খাবার স্যালাইন, চিড়া এবং  গুড় বিতরণ করা হয়।

উল্লেখ্য মঙ্গলবার ভোরে দীঘিনালা উপজেলার তারাবুনিয়া এলাকা দিয়ে আকষ্মিক  ঘূর্ণিঝড় বয়ে গেছে। এসময় গ্রামের দুই শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া মাইনী নদীর উপর নির্মিত ঝুলন্ত সেতুটি উল্টে গেলে হাচিনসনপুর এবং বোয়ালখালী এলাকার লোকজনের চলাচল বন্ধ হয়ে যায়।

Exit mobile version