parbattanews

ঘুষ দিয়ে হেড মাঝি মনোনীত হতে গিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মনোনীত হতে ঘুষ দিতে গিয়ে আটক হয়েছে এক রোহিঙ্গা সন্ত্রাসী। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) তাকে থাইংখালী হাকিম পাড়া ক্যাম্প-১৪ এর ক্যাম্প ইনচার্জ (সিআইসি) অফিস থেকে আটক করা হয়।

আটক রোহিঙ্গার নাম মো. শোয়েব (২৭)। তিনি থাইংখালী হাকিম পাড়া ক্যাম্প-১৪ এর বি-৩ ব্লকের বাসিন্দা মৃত আলী আহমদের ছেলে। এছাড়া তিনি রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসা বাহিনীর সক্রিয় সদস্য।

জানা গেছে, মো. শোয়েব বৃহস্পতিবার দুপুরে হাকিম পাড়া ক্যাম্প- ১৪ এর ক্যাম্প ইনচার্জ মনজুর রহমানের অফিসে ঢুকে হেড মাঝি মনোনীত হওয়ার জন্য ৮০ হাজার ঘুষের টাকা নিয়ে তদবির করে। একপর্যায়ে ক্যাম্প ইনচার্জ এপিবিএন পুলিশের মাধ্যমে তাকে আটকের নির্দেশ দেন।

পরে আটকপূর্বক ওই রোহিঙ্গাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ডাদেশ দেন। এ সময় তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

হাকিম পাড়া ক্যাম্প ১৪ এর ক্যাম্প ইনচার্জ মনজুর রহমান জানান, ওই রোহিঙ্গাকে কক্সবাজার কারাগারে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version