parbattanews

ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, নিহত ২২

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম এবং দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (৩১ মার্চ) রাতে এ ঘূর্ণিঝড় আঘাত হানে। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়টি এখন পূর্বাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

গত শুক্রবার আরকানসাস অঙ্গরাজ্যে ঝড়টি আঘাত হানে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, অঙ্গরাজ্যটিতে ঝড়ের কারণে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।
ঝড়ে ইলিনয় অঙ্গরাজ্যে চারজন এবং ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে তিনজন নিহত হয়েছেন।

টেনেসির স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, মিসিসিপি সীমান্তবর্তী ম্যাকনাইরি কাউন্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাতজনের মৃত্যু হয়েছে। টেনেসির জরুরি ব্যবস্থাপনা সংস্থার (টিইএমএ) পরিচালক প্যাট্রিক শিহান বলেছেন, অঙ্গরাজ্যটির বিভিন্ন কাউন্টিতে ঝড়ে ঠিক কতজন আহত হয়েছেন কিংবা কতগুলো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আলাবামার ম্যাডিসন কাউন্টির টেনেসি সীমান্তের দক্ষিণে ঝড়ের কারণে বাড়ি ধসে পড়ে ৯০ বছর বয়সী ওভি লাসাটের নিহত হয়েছেন। মৃত্যুর কারণ তদন্তকারী এক স্থানীয় কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পন্টোটক কাউন্টিতেও আরও একজনের মৃত্যু হয়েছে।

ইলিনয় অঙ্গরাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ক্রফোর্ড কাউন্টিতে ঝড়ে একটি আবাসিক স্থাপনা ধসে পড়ে তিন ব্যক্তি নিহত হয়েছেন।

ইলিনয়ের উত্তরাঞ্চলীয় শহর বেলভিদেরেতে ঝড়ের কারণে একটি থিয়েটারের ছাদ ধসে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুনে কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা ড্যান জ্যাকার্ড গতকাল বলেছেন, ঝড়ে ৪০ জন আহত হয়েছেন।

এবিসি নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, ডেলাওয়ার অঙ্গরাজ্যে গতকাল রাতে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এতে সাসেক্স কাউন্টিতে একজন নিহত হয়েছেন।

আরকানসাসের স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ঝড়ে অঙ্গরাজ্যটির অনেক ভবনের ছাদ ও দেয়াল ধসে পড়েছে। যানবাহন উল্টে গেছে, গাছ উপড়ে পড়েছে ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আরকানসাস গভর্নর সারাহ হুকাবি স্যান্ডার্স গতকাল বলেছেন, অঙ্গরাজ্যটিতে পাঁচজন নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স

Exit mobile version