parbattanews

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মহেশখালীতে জোয়ারের পানিতে কিশোরের মৃত্যু

মহেশখালীর কুতুবজোমের ঘটিভাঙ্গা খালে প্রবল জোয়ারে ভেসে যাওয়া এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে। নিহত হাসান (১২) স্থানীয় বুজরুক পাড়ার আব্দু রহিমের পুত্র।

তার এক সহপাঠী নিয়ে ঘটিভাঙ্গা খালে ভেসে আসা বিভিন্ন ধরনের ভাঙ্গারি পণ্য খুজতে গিয়ে খালে পড়ে যায় কিশোর হাসান। এ সময় তার সাথে থাকা একই এলাকার আব্দুস শুক্কুরের পুত্র ছৈয়দ নবী তাকে উদ্ধার করতে গিয়ে ব্যর্থ হয়। ঘটনাটি ঘটেছে ২৭ মে সকাল সাড়ে ১০টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা সোনাদিয়ার সংযোগ সেতুর মধ্যবর্তী খালে।

ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে সাগরে জোয়ারের পানি ৪-৫ফুট বৃদ্ধি পাওয়ায় ঘটিভাঙ্গা খালেও জোয়ারের প্রভাব পড়ে। খালে জোয়ারের পানিতে হঠাৎ মো. হাসান পানিতে পড়ে যায়।

সংবাদ পেয়ে স্থানীয় ঘটিভাঙ্গার ইউপি মেম্বার নুরুল আমিন খোকা ও ভেসে যাওয়া কিশোরের আত্মীয় স্বজনেরা বিভিন্ন জায়গায় খোজাখুজির পর ভাটার সময় একটি চিংড়ী প্রজেক্টের বাধেঁর পাশে বিকাল সাড়ে ৩টায় মৃত অবস্থায় দেখতে পায়। তাকে দ্রুত উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। দিনমজুর আব্দুল করিমের পরিবারে ৪ মেয়ে ও ২ ছেলের মধ্যে মো. হাসান বড়। এমন অনাকাঙ্খিত মৃত্যু সংবাদের পর তাদের পরিবারে কান্নার আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে যায়।

Exit mobile version