parbattanews

ঘূর্ণিঝড় ‘ইয়াস’: মেরিন ড্রাইভ ছুঁয়েছে জোয়ারের পানি

ঘুর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে সমুদ্রে জোয়ারের পানি বেড়ে মেরিন ড্রাইভ প্রায় ছুঁয়েছে। ঢেউয়ের শেষ আচড়টা পড়ছে সোজা মেরিন ড্রাইভ সড়কে। কিছু কিছু এলাকায় সাগরতীরের মাটি ভেঙে পড়েছে।

তবে, এখনো পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইনানী রয়েল টিউলিপ এলাকা থেকে আনসার বাহিনীর এক সদস্য জানিয়েছেন, বুধবার (২৬ মে) সকাল ৯টা থেকে সাগরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে অনেক বেড়েছে। ঢেউ আছড়ে পড়ছে মেরিন ড্রাইভে। সমানতালে বাতাসও বইছে। বের হওয়া দায়।

পানিতে প্রায় ডুবে গেছে নৌবাহিনীর নির্মিতব্য জেটিঘাট।

তিনি জানান, সোয়া ৯টার দিকে বৃষ্টি আরম্ভ হয়। এখনো গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে, বাতাসের তীব্রতা খুব বেশি নয়।

তেমন ক্ষয়ক্ষতি না হলেও সাগরপাড়ের গাইডওয়ালে চড়ছে জোয়ারের পানি। কখন কি হয় বোঝা যায় না।

Exit mobile version