parbattanews

ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে খাগড়াছড়িতে বৃষ্টি, জেলা প্রশাসনের প্রস্তুতি

খাগড়াছড়িতে ঘূর্ণিঝড়  মোখা’র প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

শুক্রবার (১২ মে) বিকাল ৫টার পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি  শুরু হয়। পুরো আকাশজুড়ে কালো মেঘাছন্ন পরিবেশ বিরাজ করছে। বৃষ্টির কারনে মানুষের মাঝে স্বস্তি দেখা গেলেও মোখার প্রভাব নিয়ে চিন্তিত নয় পথচারী ও সাধারন মানুষ।

তবে মোখা মোকাবিলায় প্রস্তুতি রয়েছে জেলা প্রশাসনের।

এ সময় ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সেই আলোকে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

তিনি আরও বলেন, পর্যাপ্ত পরিমাণ চাল, নগদ অর্থ মজুদ রাখা হয়েছে। যাতে করে জেলার দুর্যোগপ্রবণ এলাকায় জরুরি ভিত্তিতে বিতরণ করা যায়।

এদিকে, টানা বৃষ্টিপাতের ফলে জেলায় পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পরিবারদের নিরাপদ আশ্রয়ে ফিরে যেতে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে।

Exit mobile version