parbattanews

ঘূর্ণিঝড় মোরা’র প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, ৭ নম্বর বিপদ সংকেত

news_picture_44408_g1 (1)

কক্সবাজার প্রতিনিধি:

ঘূর্ণিঝড় মোরা’র প্রভাবে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় মোরা’র প্রভাবে কক্সবাজারে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। বৃদ্ধি পেয়েছে সমুদ্রপৃষ্টের উচ্চতা।

এ ব্যাপারে কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় মোরা’র প্রভাবে ৭ নম্বর বিপদ সংকেত বলবত রয়েছে। এটি এখন কক্সবাজার থেকে ৪৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।

আজ বিকেলে দমকা হাওয়া বইতে পারে। পানির উচ্চতা হতে পারে ৫ ফুটেরও বেশি। আগামি কাল সকালের দিকে চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাগরে মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলে চলে আসতে বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় মোরা মোকাবেলায় প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। বৈঠকে ঘূর্নিঝড় মোরা মোকাবেলা সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে ৫৩৮টি। মেডিকেল টিম রয়েছে ৮৮টি। এছাড়া ইতিমধ্যে ৫ লক্ষ মানুষকে সরিয়ে ফেলা হয়েছে বলেও জানান, জেলা প্রশাসক, মো. আলী হোসেন।

Exit mobile version