ঘূর্ণিঝড় মোরা’য় গভীর সমুদ্রে ৫৩ নিখোঁজ জেলে পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ 

মহেশখালী প্রতিনিধি:

দূর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে কক্সবাজার জেলার  মহেশখালী উপজেলায় ৩০ মে সাগরে মৎস্য আহরণ করতে গিয়ে এখনো নিখোঁজ জেলে পরিবারের মাঝে নগদ অর্থ ও চাউল বিতরণ করা হয়েছে।

শুক্রবার  সকাল সাড়ে ১১টায় মহেশখালী উপজেলা হল রুমে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক নিখোঁজ জেলে পরিবারের পরিবার পরিজনদের নিকট প্রতিজনে নগদ ৫ হাজার টাকা ও ২০ কেজি করে চাউল বিতরণ করেন।

ইউএনও মোহাম্মদ আবুল কালাম এর সভাপতিত্বে অর্থ বিতরণ কালে উপস্থিত ছিলেন মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল আলম সাকিব, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম আজিজুর রহমান, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম, পৌর কাউন্সিলর আব্দুশুক্কুর স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

নিখোঁজ জেলে পরিবারের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য’র নিকট নিখোঁজ জেলেদের কে সন্ধান না পেলে রাষ্ট্রীয় ভাবে মৃত ঘোষণা করার দাবি জানান।

নিখোজঁ জেলেদের বেশির ভাগই বিভিন্ন এনজিওদের ক্ষুদ্র ঋণ থাকায় সরকারি ও বেসরকরি পর্যায়ে দেওয়া অর্থ সহায়তা দৈনিক বা সপ্তাহিক কিস্তির আদায়ে চলে যাচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন