parbattanews

ঘূর্ণিঝড় সিত্রাং: কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত

ঘূর্ণিঝড় সিত্রাং কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৩৫ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এর কারণে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। ফলে কক্সবাজার সমুদ্রে ৬ নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।

সোমবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া।

আবদুল হামিদ মিয়া জানান, কক্সবাজার সমুদ্র থেকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত নামিয়ে এর পরিবর্তে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় এলাকায় ৫০-৬০ কি.মি বেগে দমকা-ঝড়ো বাতাস বয়ে যেতে পারে, সেইসাথে ভারী ৪৪-৮৮ মিমি থেকে অতিভারী ৮৯ মিমি বর্ষণ হতে পারে।

তিনি জানান, স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৮ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Exit mobile version